সূরা আন নাস-বাংলা অনুবাদ

Share:

 

১১৪. সূরা আন নাস

আয়াতঃ ০৬;  রুকুঃ ০১; মাক্কী

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴾

পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে

﴿قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ﴾

বলো, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব

﴿مَلِكِ ٱلنَّاسِ﴾

মানুষের বাদশাহ

﴿إِلَـٰهِ ٱلنَّاسِ﴾

মানুষের প্রকৃত মাবুদের কাছে,

﴿مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ﴾

এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে 

﴿ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ﴾

যে বারবার ফিরে আসে, যে মানুষের মনে প্ররোচনা দান করে,

﴿مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ﴾

সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে

--- সমাপ্ত ---

Post a Comment

কোন মন্তব্য নেই

মতামতের জন্য ধন্যবাদ।