আমাদের কথা

তাফহীমুল কুরআন-উর্দূভাষায় রচিত মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদীর অনবদ্য সৃষ্টি। বহু ভাষায় অনুদিত এই তাফসীর গ্রন্থটি বাংলা ভাষায় প্রথমে অনুবাদ করেন মাওলানা আব্দুর রহীম রাহি. তার অনুবাদের ভাষা অত্যন্ত উচ্চাঙ্গের হওয়াতে সাধারণের জন্য বুঝা সহজ ছিল না। বিধায় সাইয়েদ আবুল আ’লা মওদূদী রিসার্চ একাডেমী তা সহজ অনুবাদের উদ্যোগ গ্রহণ করে। 

ইতিমধ্যে সেই অনুবাদকে অনলাইনে উপস্থাপন করেছেন ইসলাম ডট নেট ডট বিডি। তাফহীমুল কুরআনের মূল বাংলা সংস্করণে যে সব আরবী রেফারেন্স উল্লেখ করা হয়েছে তা প্রায়ই ওখানে বাদ পড়েছে। একই সাথে কিছু কিছু জায়গায় মূল তাফসীর বাদ পড়েছে। 

আমার প্রিয় বাংলা বই সেই সব বাদপড়া বিষয় গুলো সহ তাফহীমুল কুরআনকে অনলাইনে, পিডিএফ, বিষয়ভিত্তিক এবং তজমায়ে কুরআন শিরোনামে উপস্থাপন করলাম।

পাঠকদের দায়িত্ব হলো, যেখানেই ভূল বা অসংগতি লক্ষ করবেন, সাথে সাথে মন্তব্যের কলামে তা লিখবেন-যাতে আমরা তা সম্পাদনা করে সঠিক তথ্যের সাথে অসংগতিও দূর করতে পারি।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে ইবাদত হিসাবে কবুল করুন।

কোন মন্তব্য নেই

মতামতের জন্য ধন্যবাদ।