সূরা আল কারিআ’হ-বাংলা অনুবাদ

Share:

 

১০১. সূরা আল কারিআ’হ

আয়াতঃ ১১;  রুকুঃ ০১; মাক্কী

﴿بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ﴾

পরম করুণাময় মেহেরবানী আল্লাহর নামে

﴿ٱلْقَارِعَةُ﴾

﴿مَا ٱلْقَارِعَةُ﴾

কী সেই মহাদুর্ঘটনা?

﴿وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ﴾

তুমি কি জানো সেই মহাদুর্ঘটনাটি কি?

﴿يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ﴾

সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো

﴿وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ﴾

এবং পাহাড়গুলো রং বেরঙের ধূনা পশমের মতো হবে

﴿فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ﴾

তারপর যার পাল্লা ভারী হবে

﴿فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ﴾

সে মনের মতো সুখী জীবন লাভ করবে

﴿وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ﴾

আর যার পাল্লা হালকা হবে

﴿فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ﴾

তার আবাস হবে গভীর খাদ

﴿وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ﴾

১০ আর তুমি কি জানো সেটি কি?

﴿نَارٌ حَامِيَةٌۢ﴾

১১ (সেটি) জ্বলন্ত আগুন 

--- সমাপ্ত ---

কোন মন্তব্য নেই

মতামতের জন্য ধন্যবাদ।